ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

প্রধানমন্ত্রী গ্লোবাল ফান্ড কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আজ

প্রকাশিত : ০৬:২২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:৪৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার কানাডার মন্ট্রিয়লে গ্লোবাল ফান্ড কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে মিনিস্ট্রিয়াল প্লেজিং মোমেন্ট ও সংবর্ধনায় অংশ নেবেন শেখ হাসিনা। দুই দিনেরএ সম্মেলনে, ২০৩০ সালের মধ্যে এইডস, যক্ষ্মা, ম্যালেরিয়ার মতো ঘাতক ব্যাধির বিস্তার বন্ধ নিয়ে আলোচনা করবেন বিশ্বনেতারা। সম্মেলন শেষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করবেন তিনি। এরআগে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মন্ট্রিয়লে পৌঁছান প্রধানমন্ত্রী। সেসময় অটোয়ায় বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমানসহ কানাডা সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরআগে লন্ডনে ২২ ঘণ্টার যাত্রাবিরতিতে ছিলেন প্রধানমন্ত্রী। কানাডা সফর শেষে ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১ তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাবেন বঙ্গবন্ধু কন্যা।