বলিপাড়ায় জনপ্রিয় এই হ্যান্ডসাম হাঙ্ককে চেনেন?
প্রকাশিত : ০৩:০১ পিএম, ২৮ নভেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৫:২৯ পিএম, ২৮ নভেম্বর ২০১৮ বুধবার
জয়বিরাজ সিংহ গোহিল। বলি সেলেবদের সঙ্গে ছবিতে প্রায়ই তাকে দেখা যায়। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ জনপ্রিয়। এই জয়বিরাজ হলেন গুজরাটের ভাবনগর শহরের যুবরাজ। তবে যুবরাজ হলে কী হবে, বডি বিল্ডিং থেকে রাজনীতি আবার বলিউডের গ্ল্যামার ওয়ার্ল্ড- সবেতেই তিনি আছেন। ভাবনগরের যুবরাজ সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক।
১৯৯০ সালের ২৭ অক্টোবর গুজরাটের ভাবনগরের রাজপরিবারে জন্ম জয়বিরাজ সিংহ গোহিলের। বিলেতে হোটেল ম্যানেজমেন্ট পাশ করেন ভাবনগরের যুবরাজ। সুইজারল্যান্ডের লেস রচেস ব্লুশে বিশ্ববিদ্যালয় থেকে স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়েও পড়াশোনা করেন জয়বিরাজ।
গুজরাটের রাজ্য বডি বিল্ডিং অ্যসোসিয়েশনের প্রেসিডেন্ট জয়বিরাজ সিংহের ছোটবেলা থেকেই ঝোঁক বডি বিল্ডিংয়ের প্রতি। বহু বলি অভিনেতার ফিটনেস কনসালট্যান্ট হিসেবেও কাজ করেন জয়বিরাজ। জয়বিরাজের বাবা বিজয়রাজ সিংহ গোহিল।
১৯৪৮ সালে জয়বিরাজ সিংহের প্রপিতামহ মহারাজা কৃষ্ণকুমার সিংহ গোহিল প্রথম ভারতীয় রাজা হিসেবে সর্দার বল্লভভাই পটেলের হাতে ভাবনগর রাজ্যটি দিয়ে দিয়েছিলেন। স্বাধীন ভারত গড়তে নিজের রাজপাট দিয়ে সে সময়ে দেশবাসীর নজর কেড়েছিলেন মহারাজা কৃষ্ণকুমার সিংহ গোহিল।
জন আব্রাহাম থেকে সুনীল শেট্টিরা প্রায়শই ভাবনগরে পৌঁছে যান জয়বিরাজ সিংহের সঙ্গে দেখা করতে। ফিটনেসের নানা রকম টোটকা তারা পেয়ে থাকেন জয়বিরাজের কাছ থেকে।
গত বছর বিয়ে করেনএই যুবরাজ। ৬০টি রাজপরিবার নিমন্ত্রিত ছিল তার বিয়েতে। ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহরা। বলিউডের একাধিক সেলেব তো বটেই, বেশ কিছু ক্রিকেটারও ছিলেন নিমন্ত্রিতের তালিকায়। সন্তরমপুর রাজ পরিবারের মহারাজকুমারী কৃতিরঞ্জনী কুমারীকে বিয়ে করেছিলেন জয়বিরাজ।
হোটেলের ব্যবসা রয়েছে জয়বিরাজের। রান্নাতেও সমান পারদর্শী এই যুবরাজ। একটি গুজরাতি চ্যানেলে শেফ হওয়ার অনুষ্ঠানেও দেখা গিয়েছিল জয়বিরাজকে।
রাজপাটের পাশাপাশি এবার রুপোলি পর্দায় পা রাখতে চলেছেন জয়বিরাজ। ‘রাজপুতানিয়া’ নামে একটি গুজরাতি ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিতে যুবরাজের বিপরীতে দেখা যাবে গুজরাটি অভিনেত্রী শ্রদ্ধা দঙ্গরকে।
সূত্র: আনন্দবাজার
একে//