মনোনয়নপত্র জমা দিলেন অর্থমন্ত্রীর ভাই আবদুল মোমেন
প্রকাশিত : ০৫:১৯ পিএম, ২৮ নভেম্বর ২০১৮ বুধবার
আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রথম সারির নেতৃত্বে আছেন আবুল মাল আবদুল মুহিত। গৌরবোজ্জ্বল কর্মময় জীবনের অধিকারী এই রাজনীতিবিদ গত দশ বছর টানা অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। কিন্তু বয়সগত কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করছেন না। তার আসনে এবার মনোনয়ন দেওয়া হয়েছে তার ভাই ড. একেএম আবুদুল মোমেন কে।
মর্যাদাপূর্ণ আসন হিসেবে পরিচিত সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ (২৮ নভেম্বর) বেলা ২টার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ড. মোমেন এর সঙ্গে ছিলেন তাঁর বড় ভাই ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ড. এ কে মুবিন, বোন ড. শায়লা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, খাদিম পাড়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমদ, অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেট জর্জ কোর্টের ভিপি,পিপি অ্যাডভোকেট রাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
আআ/এসি