ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

চট্টগ্রাম-৩ আসনের মনোনয়ন জমা দিলেন মাহফুজুর রহমান মিতা

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ২৮ নভেম্বর ২০১৮ বুধবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম- ৩ (সন্দ্বীপ ) আসনের জন্য চট্টগ্রাম রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে এসে মনোনয়ন পত্র জমা দেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের বর্তমান সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা ।

আজ (বুধবার) দুপুর দেড় টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার শাহজাহান (বি.এ), উপজেলা ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন, বাউরিয়া ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন, কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলিমুর রাজি টিটুঁ, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক ছাত্রলীগ সভাপতি রাজিবুল আহসান সুমন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুর রহমান। 

এ সময় উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উৎসবমুখর পরিবেশে বৃহত্তর চট্টগ্রামের ১৯টি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। দুপুর ১টার দিকে একযোগে মনোনয়ন পত্র জমা দিতে আসেন আওয়ামী লীগের পাঁচ প্রার্থী। তারা হলেন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে জাসদ একাংশের নেতা মঈনউদ্দিন খান বাদল, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনের ডা. আফছারুল আমিন ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের এম এ লতিফ এবং চট্টগ্রাম-৪ (কাট্রলী-সীতাকুণ্ড) আসনে দিদারুল আলম।  

কেআই/