বকেয়া টাকা না দেয়ায় চামড়া কিনতে পারছে না দিনাজপুরের ব্যবসায়ীরা
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৩:৫০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৬ শনিবার
ট্যানারি মালিকরা বকেয়া টাকা না দেয়ায় কোরবানির পশুর চামড়া কিনতে পারছে না দিনাজপুরের ব্যবসায়ীরা। তারা বলছেন, নির্ধারিত দর মানছেনা মৌসুমী ব্যবসায়ীরা। এছাড়া লবনের দাম চড়া হওয়ায় সংরক্ষণেও খরচ বেড়েছে। তাদের আশংকা, ভারতে পাচার হয়ে যেতে পারে কাঁচা চামড়া।
উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার দিনাজপুরের রামনগর। এখানকার ব্যবসায়ীরা এবার ১০ হাজার গরু আর প্রায় ১৫ হাজার ছাগলের চামড়া কিনেছেন। যা গত কোরবানির ঈদের তুলনায় তুলনায় অনেক কম।
ব্যবসায়ীরা বলছেন, ট্যানারী মালিকরা গত বছরের বকেয়া পাওনা পরিশোধ করেনি। তাই টাকার অভাবে চামড়া কিনতে পারছেনা। তাদের অভিযোগ মৌসুমী ব্যবসায়ীরা নির্ধারিত মূল্য মানছেনা। চড়া দাম হাকাছে।
মৌসুমী ব্যবসায়ীরা চামড়া মজুদ করে রাখায় সরবরাহ কম জানালেন ব্যবসায়ী নেতা। বাজারে চামড়া না আসায় পাচারের আশংকা করছেন অনেকেই।
বিজিবি বলছে চামড়া যাতে পাচার না হয় তার জন্যে সতর্ক রয়েছে তারা।