ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ০৯:১২ এএম, ৩০ নভেম্বর ২০১৮ শুক্রবার

চলতি মাসে ফিফা প্রীতি ম্যাচ খেলে র‌্যাঙ্কিংয়ে কিছুটা হেরফের করার লক্ষ্য ছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। কিন্তু শত চেষ্টা করেও এবারের ফিফা ফ্রেন্ডলি উইন্ডোতে ম্যাচ খেলতে পারেনি তারা। তাই বাফুফেকে এখন তাকিয়ে থাকতে হচ্ছে আগামী মার্চে পরবর্তী উইন্ডোর দিকে। তবে এই উইন্ডোতে ফিফা প্রীতি ম্যাচ খেলতে না পারলেও র‌্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি হয়েছে লাল-সবুজদের জার্সিধারীদের।

তবে এ মাসে ম্যাচ না খেললেও ফিফা র‌্যাংকিংয়ে একটু ঘুড়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার ঘোষিত র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে সবুজদের জার্সিধারীরা। ১৯৪তম স্থান থেকে উঠে এসেছে ১৯২তম স্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পেছনে কেবল পাকিস্তান (১৯৯) এবং শ্রীলংকার অবস্থান (২০১)। এশিয়ার শীর্ষে যথারীতি ইরান। তাদের ফিফা র‌্যাংকিং ২৯।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের সেরা সময় ছিল ১৯৯৩ সাল। ১১৬ তে উঠেছিল ওই বছর আগস্টে।

তবে ফিফা র‌্যাংকিংয়ে সেরা পাঁচের অবস্থানের কোনো রূপ হেরফের হয়নি। শীর্ষেই রয়েছে বেলজিয়াম। তাদের রেটিং পয়েন্ট কিছুটা কমেছে। দ্বিতীয় স্থানে বিশ্বজয়ী ফ্রান্স। তিন নম্বরে ব্রাজিল। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এবং লিওনেল মেসির আর্জেন্টিনা এক ধাপ করে এগিয়েছে।

একে//