ছুটি শেষ হলেও বিনোদন কেন্দ্রগুলো এখনো জমজমাট
প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৩:৪৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৬ শনিবার
ঈদের ছুটি শেষ হলেও বিনোদন কেন্দ্রগুলো এখনো জমজমাট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে পরিবার-পরিজনের সাথে চলছে আনন্দ উৎসব। এদিকে সাভারের আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্কে ভিড় করছেন সব বয়সী মানুষ। আর বিনোদন কেন্দ্রগুলোতে জোড়দার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
যান্ত্রিকতার ক্লান্তি দূর করতে ঈদের ছুটিতে আত্বীয়-স্বজন ও বন্ধু-বান্ধব নিয়ে রাঙামাটির অপরুপ সৌন্দর্য্য উপভোগ করছেন ভ্রমণপিপাসু মানুষ।
সুবলং ঝরণার পানিতে গা ভিজিয়ে আর সবুজ প্রকৃতির ঘ্রাণ উপভোগ করছেন তারা। কারো প্রাণ জুড়াচ্ছে কাপ্তাই হ্রদের শান্ত শীতল পানি। আবার কেউ ভিড় করছেন ঝুলন্ত সেতু দেখতে। এছাড়া আদিবাসী শান্ত সবুজ গ্রাম ও তাদের জীবনযাত্রায় মুগ্ধ হচ্ছেন অনেকেই।
পর্যটকদের স্বস্তি দিতে বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা রেখেছে হোটেলগুলো।
এদিকে সাভারের ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্কে দর্শনার্থীর উপচেপড়া ভিড়। মজার মজার রাইডসে চড়ে, নেচে-গেয়ে আনন্দ ভাগাভাগি করছেন তারা। সিনেমা হলগুলোতেও ভিড় জমাচ্ছেন কেউ কেউ।
উৎসবকে আরো আনন্দময় করতে বিনোদন কেন্দ্রগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
কোলাহলপূর্ণ কর্মজীবনে ফেরার আগে খানিকটা স্বস্তির নিঃশ্বাস নিতেই সব বয়সী মানুষের এমন উচ্ছ্বাস।