ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৯ ১৪৩১

বেনাপোল সীমান্তে ডলার ফেন্সিডিল মদ ইয়াবাসহ আটক-৩ 

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ৩০ নভেম্বর ২০১৮ শুক্রবার

বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪০ হাজার মার্কিন ডলার, ৮০২ বোতল ফেন্সিডিল, ৪ হাজার পিস ইয়াবা, গাঁজা ও ৩৮ বোতল ভারতীয় মদসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে অভিযানে এ সব পণ্য উদ্ধার করা হয়।    

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের সাহেব আলীর ছেলে জাহিদ হোসেন (১৮), ঝিকরগাছা থানার হাসানের ছেলে নাহিদ (১৯) ও শার্শার টেংরাখালী গ্রামের কেরামত আলীর ছেলে আব্দুর জব্বার (৪০)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ভারত থেকে বিপুল পরিমান ডলার ও ফেন্সিডিলের চালান বাংলাদেশে প্রবেশ করছে এমন খবর পেয়ে বেনাপোলের গাতিপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে জাহিদকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৪০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।

শিকড়ি মাঠ থেকে ৫০৯ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয় নাহিদ হোসেনকে। শিকারপুর সীমান্তে অভিযান চালিয়ে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয় আব্দুর জব্বারকে। বৃত্তিআচড়া এলাকা থেকে ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। বিজিবি’র অভিযানে মদ ফেলে পালিয়ে যায় মাদক পাচারকারী। অপরদিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অগ্রভুলোট বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২শ’ গ্রাম গাঁজা জব্দ করে। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদকদ্রব্য, ডলার, ইয়াবাসহ পাচারকারীদেরকে বেনাপোল ও শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

কেআই/এসি