ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

নির্বাচনে অংশ নেওয়া কোন দলের কোন প্রতীক

প্রকাশিত : ১০:২৪ পিএম, ৩০ নভেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ১০:৩১ পিএম, ৩০ নভেম্বর ২০১৮ শুক্রবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ৩৯ দলের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এবারই প্রথম নিবন্ধিত ৩৯টি দলের সব কয়টিই নির্বাচনে অংশগ্রহণ করছে।

এবার নির্বাচনে ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ২ হাজার ৫৬৭ জন রাজনৈতিক দলের এবং ৪৯৮ জন স্বতন্ত্র প্রার্থী। ১৭টি আসনে দুইজন করে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। ইসির প্রস্তুতকৃত তালিকা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

৩০০ সংসদীয় আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩৬টি আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন দেয়নি। দলটি ২৬৪ আসনে ২৮১ জনকে দলীয় মনোনয়ন দিয়েছে। বিএনপি ২৯৫ আসনে ৬৯৬ জনকে দলীয় প্রার্থী দিয়েছে। আর ৫টি আসনে দলীয় কোন প্রার্থী দেয়নি। আওয়ামী লীগের চেয়ে বিএনপির প্রার্থী সংখ্যা দ্বিগুণের বেশি।

দেখে নেওয়া যাক কোন দলের কি প্রতীক-

১. বাংলাদেশ আওয়ামী লীগ- নৌকা

২. বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)- কাস্তে

৩. বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)- মই

৪. বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) (বড়ুয়া)- চাকা

৫. বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি- কোদাল

৬. বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি- হাতুরি

৭. জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)- তারা

৮. জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) – মশাল

৯. ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (মোজাফফর)- কুঁড়ে ঘর

১০. কৃষক শ্রমিক জনতা লীগ- গামছা

১১. গণফোরাম-উদীয়মান সূর্য

১২. গণফ্রন্ট- মাছ

১৩. প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি-পিডিপি-বাঘ

১৪. বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)- ছড়ি

১৫. বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ধানের শীষ

১৬. জাতীয় পার্টি- লাঙ্গল

১৭. বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) – গরুর গাড়ি

১৮. জাতীয় পার্টি (জেপি) – বাই সাইকেল

১৯. বিকল্প ধারা বাংলাদেশ- কুলা

২০. লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)- ছাতা

২১. ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) – আম 

২২. জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) – হুক্কা

২৩. বাংলাদেশ কল্যাণ পার্টি- হাত ঘড়ি

২৪. বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ)- টেলিভিশন 

২৫. ইসলামী আন্দোলন বাংলাদেশ- হাত পাখা

২৬. ইসলামী ঐক্যজোট-মিনার

২৭. বাংলাদেশ খেলাফত আন্দোলন- বট গাছ

২৮. বাংলাদেশ খেলাফত মজলিস- রিকসা

২৯. জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- খেজুর গাছ

৩০. বাংলাদেশ ইসলামী ফ্রন্ট – মোম বাতি

৩১. বাংলাদেশ তরিকত ফেডারেশন- ফুলের মালা

৩২. জাকের পার্টি – গোলাপ ফুল

৩৩. গণতন্ত্রী পার্টি- কবুতর

৩৪. মুসলিম লীগ – হারিকেন

৩৫. প্রগতিশীল গণতান্ত্রিক দল- বাঘ

৩৬.  বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – গাভী

৩৭. বাংলাদেশ জাতীয় পার্টি- কাঁঠাল

৩৮. ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ- চেয়ার

৩৯. খেলাফত মজলিশ- দেয়াল ঘড়ি

 

কেআই/  এসএইচ/