ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

গাজীপুরে শিশু গৃহকর্মী নির্যাতনে অভিযুক্ত গৃহকর্ত্রী আটক

প্রকাশিত : ০৬:১০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৬:১০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৬ শনিবার

গাজীপুরে শহরের পশ্চিম ভুরুলিয়া এলাকায় শিশু গৃহকর্মী জান্নাতকে নির্যাতনে অভিযুক্ত গৃহকর্ত্রী ফরিদা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে গাজীপুরের জয়দেবপুর ও হাইমচর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রাজধানীর বাড্ডা এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে। রাতেই তাকে জয়দেবপুর থানায় নেয়া হয়। এর আগে গৃহকর্তা ওমর ফারুক ও তার ভায়রা মোস্তফাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল আজিজ জানান, শিশু জান্নাতকে অমানবিক নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানায় মামলা করা হয়।