নিসচা’র রজতজয়ন্তী পালন
‘মানুষ অনেকটা সচেতন হয়েছে’
প্রকাশিত : ০১:২০ পিএম, ১ ডিসেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০১:৩৪ পিএম, ১ ডিসেম্বর ২০১৮ শনিবার
আজ ১ ডিসেম্বর নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী রজত জয়ন্তী। এ উপলক্ষ্যে সকাল ১০টায় নিসচা কেন্দ্রীয় কার্যালয় থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত একটি র্যালী অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ‘নিসচা’র ২৫ বছর প্রেক্ষিত সড়ক দুর্ঘটনা’ শিরোনামে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয় সেমিনার।
সেমিনার শেষে সড়ক দুর্ঘটনা নিরসনে জনমত গঠন ও কার্যকর ভূমিকা রাখায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দুদকের কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান ও বিআরটিএ’র সাবেক চেয়ারম্যান মোঃ আইয়ুবুর রহমান খান এবং নিরাপদ সড়ক চাই নামকরণের জন্য সাংবাদিক ও চলচ্চিত্রকার মুজতবা সউদ, কেন্দ্রীয় স্লোগান রচনার জন্য বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শিবলী সাদিক (প্রয়াত), ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ প্রস্তাবকারী চলচ্চিত্র অভিনেতা আবদুস সাত্তার, সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় স্বেচ্ছাশ্রমে অবদান রাখায় দুইজনের কর্ম মূল্যায়নে স্বীকৃতিস্বরূপ সবাইকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। এছাড়া সড়ক দুর্ঘটনায় পা হারানো এক ব্যাক্তিকে দেয়া হবে কৃত্রিম পা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে- বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যথাক্রমে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শামসুল হক, এক্সিডেন্ট রিচার্স ইন্সিটিউটের(বুয়েট) পরিচালক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ বেলায়েত হোসেন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান ও বিআরটিএ’র চেয়ারমান মোঃ মশিয়ার রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএফইউজে’র সহ-সভাপতি ও জিটিভি ও সারাবাংলার প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, বিএফইউজে’র মহাসচিব শাবান মাহমুদ, সড়ক ও জনপথ বিভাগের সুপারিন্টেনডেন্ট ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক, এলজিইডি’র সুপারিন্টেনডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আলী আকতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাশেদা রওনক খান ও রোটারী ক্লাব অব বারিধারার সাবেক সভাপতি রোটাঃ আহসানুল হক এফসিএ। সভাপতিত্ব করেন নিসচা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
এদিকে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা) সাফল্য ও গৌরবের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত নিসচা’র সকল কর্মিসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘নিরাপদ সড়ক চাই’র ২৫ বছর পূর্তি উপলক্ষে আপনাদের জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনাদের সমর্থন ও অকুন্ঠ ভালোবাসা আমাদের পথ চলায় পাথেয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৫ বছর ধরে সড়ককে নিরাপদ করার জন্য যে সামাজিক আন্দোলন চালিয়ে আসছে তা আজ ১৭ কোটি মানুষের প্রাণের দাবীতে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি সকল সংবাদ মাধ্যমের গত ২৫ বছর আমাদের গুরুত্ব প্রদান করায় নিরাপদ সড়ক চাই আজ সকলের মাঝে পৌছে গেছে। পার করেছে ২৫ বছর। এই পথচলায় ২৫-এর তারুণ্য নিরাপদ সড়ক চাই-কে আরও গতিশীল করবে।’
ইলিয়াস কাঞ্চন আরো বলেন, ‘আমি নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে অনেক আশাবাদি। এইজন্যই, আশাবাদি যে প্রজন্ম থেকে প্রজন্ম এই আন্দোলনের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। ২৫ বছরের পথচলায় যে সাফল্য এবং জনসচেতনতার সৃষ্টি হয়েছ, এই অর্জনও কম নয়। দেশের মানুষ আজ সচেতন হচ্ছে। মানুষ আজ নিরাপদে পথ চলার চেষ্টা করছে। সড়ক দুর্ঘটনারোধে যে আমাদেরও অনেক কিছু করার আছে তা আজ মানুষ বুঝতে শিখেছে এবং দুর্ঘটনারোধ করতে তারা আজ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুর্বের তুলনায় দেখতে গেলে মানুষ অনেকটা সচেতন হয়েছে সামনের দিনে এই সচেতনতার হার আরো বৃদ্ধি পাবে বলে আমি আশা রাখছি।’
উল্লেখ্য, আজ থেকে ২৫ বছর আগে কেন এবং কি প্রেক্ষাপটে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরু করেছিলেন তা কারো অজানা নয়। তার স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর তিনি যখন চলচ্চিত্র জগৎ ছেড়ে দিতে চেয়েছিলেন তখন তার কিছু শুভাকাংখীর পরামর্শে স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য নয় বরং এদেশের জনগণকে সড়কের মড়ক থেকে রক্ষার জন্য এই আন্দোলন গড়ে তোলেন। দীর্ঘ এই পথ পরিক্রমায় এদেশের কোটি কোটি জনগণ তাকে সমর্থন দিয়েছে, ভালবাসা দিয়েছে। তার পথ বেয়ে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস এর স্বীকৃতি এসেছে।’
এসএ/