ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

চট্টগ্রামে বিআরটিএ কার্যালয়ে দুর্নীতি (ভিডিও)

প্রকাশিত : ০৫:১২ পিএম, ১ ডিসেম্বর ২০১৮ শনিবার

দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে চট্টগ্রাম বিআরটিএ’র কার্যালয়। বাড়তি টাকা ছাড়া মেলে না কোনো সেবা। দালালদের দৌরাত্মে সীমাহীন ভোগান্তি পোহাতে হয় সেবাপ্রার্থীদের। বিআরটিএ’র কর্মকর্তারা বলছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ফিটনেস সার্টিফিকেটের জন্য প্রতিদিনই বিআরটিএ কার্যালয়ের মাঠে শত শত গাড়ী নিয়ে হাজির হন সেবাপ্রার্থীরা।

তবে, গাড়ী যথাযথ পরীক্ষা না করেই ঘুষের বিনিময়ে দেয়া হয় ফিটনেস সার্টিফিকেট।

ড্রাইভিং লাইসেন্সের জন্যও দিতে হয় বাড়তি টাকা। একুশে টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে টাকা নেয়ার দৃশ্য।

ভুক্তভোগীরা বললেন, ঘুষ না দিলে কোন কাজই হয় না এখানে। 

কর্মচারিরাও স্বীকার করেছে বাড়তি টাকা নেয়ার কথা।

এ’সবের পাশাপাশি রয়েছে দালালদের দৌরাত্ম।

বিআরটিএ’র উপ-সহকারি প্রকৌশলী শহিদুল ইসলাম বললেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 

সিংক: শহিদুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী, বিআরটিএ, চট্টগ্রাম

ড্রাইভিং লাইসেন্স ডেলিভারির সময় বাড়তি টাকা রাখার নিয়ম নেই বলেও জানান এই কর্মকর্তা।