ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

 সাভার  সংবাদদাতা

প্রকাশিত : ০৫:২০ পিএম, ১ ডিসেম্বর ২০১৮ শনিবার

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। আহতরা হলেন,আকরাম হোসেন, তার স্ত্রী লাবলী আক্তার ও ৮ বছর বয়সী ছেলে আশিকুর রহমান।

শনিবার ভোরে আশুলিয়ার পশ্চিম বাইপাইলে মোস্তাফা দেওয়ানের একতলা বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শনিবার ভোরে হঠাৎ বিকট শব্দে চারদিকে অতংক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা এসে আকরাম হোসেন, তার স্ত্রী লাবনী ও শিশুকে দগ্ধ অবস্থায় উদার করে। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এ ঘটনায় ওই বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়িটির পাশের একটি ইলেকট্রনিক্স দোকানও ক্ষতিগ্রস্ত হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে অগুন নিয়ন্ত্রণ করে দমকল কর্মীরা। রান্না ঘরের সিলিন্ডারের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ঘটনাস্থল পদির্শন করেছে আশুলিয়া থানা পুলিশ। আহতদের গ্রামের বাড়ির ফরিদপুরের মধুখালীতে। তারা স্বামী-স্ত্রী দু’জনেই আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।

কেআই/ এসএইচ/