ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

সারাদেশে বিশ্ব এইডস দিবস পালন (ভিডিও)

প্রকাশিত : ০৫:২১ পিএম, ১ ডিসেম্বর ২০১৮ শনিবার

নানা আনুষ্ঠানিক সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস। সারা বিশ্ব ১৯৮৮ সাল থেকে এইডস দিবস পালন করলেও বাংলাদেশে ১৯৯৮ সাল থেকে পালিত হচ্ছে দিবসটি। চিকিৎসকরা বলছেন, এইডস হলে হতাশ হওয়ার কিছু নেই। নিয়মতান্ত্রিকভাবে জীবন যাপনের মাধ্যমে আক্রান্তরা ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত ভালোভাবেই বেঁচে থাকতে পারেন।

এইচ.আই.ভি.- পুরো নাম হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণে মানবদেহে এইডস রোগের সৃষ্টি হয়। এইচ.আই.ভি মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। ফলে নানা সংক্রামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ভাইরাস বহনকারীদের।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ১৯৮৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত এইডস আক্রান্ত ৫ হাজার ৫শ’ ৮৬ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৯শ’ ২৪ জনের।

চিকিৎসকরা বলছেন, অনিরাপদ যৌন মিলন, একই সিরিঞ্জ বহুবার ব্যবহার, অপরীক্ষিত রক্ত গ্রহণ, সিরিঞ্জ এর মাধ্যমে মাদক নেয়া, এইচআইভি পজেটিভ মায়ের বুকের দুধ খেলেও শিশুর এইডস হতে পারে। এইডসের বিস্তার রোধে এ’সব বিষয়ে সতর্ক থাকা জরুরি বলে জানিয়েছেন এই চিকিৎসক।

তবে, এইডস নির্মূল সম্ভব না হলেও আগের তুলনায় এই রোগের চিকিৎসা সেবা সহজ হয়েছে বলে জানান চিকিৎসকরা।

ভয় বা সামাজিক অবহেলার কথা না ভেবে, লক্ষণ দেখা দেয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে গেলে অনেকটাই সুস্থ থাকা সম্ভব বলেও জানান, তিনি।