চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার (ভিডিও)
প্রকাশিত : ০৬:২৩ পিএম, ১ ডিসেম্বর ২০১৮ শনিবার
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে চট্টগ্রামে জোরদার করা হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান, বৈধ অস্ত্রের অপব্যবহার রোধে সতর্ক থাকার নির্দেশ
অবাধ ও সুষ্ঠু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে চট্টগ্রামে জোরদার করা হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান। মহানগর ছাড়াও চট্টগ্রাম বিভাগের ১১ জেলার পুলিশ সুপারদের এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি বৈধ অস্ত্রেরও যাতে অপব্যবহার না হয় সেজন্য আইনশৃঙ্খলাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো মহল যাতে অপতৎপরতা চালাতে না পারে সেজন্য বাড়ানো হয়েছে নজরদারি। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি শবনম।
নিজেদের আধিপত্য বিস্তারে অতীতে বিভিন্ন সময় নির্বাচনে অস্ত্রের ব্যবহার দেখা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে অবৈধ অস্ত্র উদ্ধারে এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি চালানো হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযান।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের হিসেব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গত ৯ মাসে ১২০টি অবৈধ অস্ত্র, ১৩টি ম্যাগজিন, ৯৭ রাউন্ড গুলি ও ২৬৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। এছাড়া চলতি বছর এ পর্যন্ত র্যাব-৭ এর অভিযানে উদ্ধার করা হয়েছে ৩০৮টি অস্ত্র, ৩১টি ম্যাগজিন, ১০ হাজার ১৪৪ রাউন্ড গুলি ও কার্তুজ।
অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের নিয়মিত চেকপোস্ট।
এদিকে মহানগর ও উপজেলায় ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে বৈধ অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে ২ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন। পাশাপাশি বৈধ অস্ত্রের অপব্যবহাররোধেও কড়া নজরদারি রাখার নির্দেশ দেয়া হয়েছে।
নির্বাচনকে ঘিরে সীতাকুন্ড, সাতকানিয়া, লোহাগড়া ও বাঁশখালী উপজেলার সম্ভাব্য নাশকতার পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলার ১৬ থানা ও মহাসড়কে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ফোর্স।