ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ব্যাংক এশিয়া ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ১ ডিসেম্বর ২০১৮ শনিবার

প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ নিশ্চিত করতে তাদেরকে শস্যবীমার আওতায় আনা এবং যথাযথ ক্ষতিপূরণ প্রদান করার লক্ষে ব্যাংক এশিয়া এবং গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোং লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেন। রংপুরের পাইলট প্রজেক্ট শুরু হয়। আলু, ধান এবং শাক-সবজি এ বীমার আওতায় পড়বে।

কেআই/ এসএইচ/