ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

ঈদের সময় রাস্তায় নামিয়ে দেয়া হয় আনফিট গাড়ি, বেড়ে যায় দুর্ঘটনা

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৩:০৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬ রবিবার

ঈদের সময় বেড়ে যায় গণপরিবহনের চাহিদা। বাড়তি এ চাহিদা মেটাতে রাস্তায় নামিয়ে দেয়া হয় আনফিট গাড়ি। রাস্তায় গাড়ী বাড়ার কারণে বেড়ে যায় দুর্ঘটনাও। এবার ঈদের সময়ে ঘটা দূর্ঘটনাগুলোর মধ্যে পরিবহনের কারনে ৭৬ ভাগ আর পথচারীর কারনে ২৪ ভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, দূর্ঘটনা কমাতে চালকদের সতর্কতার পাশাপাশি বাড়াতে হবে আইনের প্রয়োগও। সড়ক দূর্ঘটনা, এক একটি দূর্ঘটনায় কেড়ে নিচ্ছে তরতাজা প্রাণ।  এলোমেলো করে দিচ্ছে গোটা পরিবার। গেল শুক্রবার ব্রাক্ষনবাড়িয়ার দূর্ঘটনা কেড়ে নিয়েছে দুটি জীবনের রঙিন স্বপ¥ আর গোটা পরিবারকে ভাসিয়েছে শোকের সাগরে। ঈদের সময় আসলেই বেড়ে যায় দূর্ঘটনা । ৭ থেকে ১৬ ই সেপ্টেম্বর, এ দশদিনে ৫৮টি ঘটনায় প্রাণ গেছে ১৩১ জনের। এবার ঈদ পরবর্তী সময়ে ঢাকায় ফেরার পথে দূর্ঘটনা ঘটেছে বেশি, এরমধ্যে পথচারী কেন্দ্রিক ১৮টি। বুয়েটের গবেষনা বলছে, রাস্তার অপ্রতুলতা, আনফিট গাড়ির চলাচল বেড়ে যাওয়া এবং ওভার টেকিং এর অন্যতম কারন। ২০১৫ সালের দুই ঈদেই প্রাণ হারিয়েছিল চার শতাধিক মানুষ, আহত হয়েছিল ১২শোর অধিক। এজন্য অপরিকল্পিত রাস্তাঘাট এবং সড়ক চলাচলে আইনের সঠিক প্রয়োগ না থাকাকে দায়ী করছেন অনেকে। এমন দূর্ঘটনা যেন না ঘটে সেজন্য ঈদের আগে নানা ক্যামপেইন পরিচালনাসহ সংশ্লিষ্ট বিভাগ গুলোকে আরও তৎপর হওয়ার তগিদ দিয়েছেন তারা।