মতিঝিলের ব্যাংক পাড়া আবারো চিরচেনা রূপে
প্রকাশিত : ০৩:২৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৩:২৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬ রবিবার
ঈদ শেষে আবারো চিরচেনা রূপে রাজধানীর মতিঝিলের ব্যাংক পাড়া। ব্যাংকের পাশাপাশি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানেও লেনদেন চলছে পুরোদমে। তবে দরপতনের মধ্যদিয়ে শুরু হয়েছে শেয়ারবাজার। এছাড়া ঈদের আমেজ কাটিয়ে সচিবালয়ও হয়ে উঠেছে কর্মমূখর।
ঈদের দুদিন আগে থেকে সরকারি ছুটি ঘোষণা করা হয়। চারদিনের সীমিত ছুটির পর গেল বৃহষ্পতিবার থেকে খুলতে শুরু করে ব্যাংক বীমাসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। প্রথমদিন লেনদেন খুব একটা না হলেও ঈদের পর সপ্তাহের প্রথম কর্মদিবসে বেশ ব্যাস্ত সময় পার করছে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
কেন্দ্রীয় ব্যাংকের গ্রাহকের বেশীর ভাগই এসেছেন সঞ্চয়পত্রের টাকা উঠানোর জন্য। আর কর্মীদের মাঝেও ছিল ঈদের আমেজ। এছাড়া অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর চিত্রও প্রায় অভিন্ন।
এদিকে শেয়ারবাজারের লেনদেন চালু হলেও গ্রাহকের সংখ্যা ছিল কম। প্রথম আধাঘন্টার পর থেকে কমতে শুরু করে বেশীরভাগ শেয়ারের দর।
এছাড়া সচিবালয়ে সপ্তাহের প্রথম কর্মদিবসে মুখর ছিল বিভিন্ন দপ্তর । মন্ত্রীরা এসেছেন, কুশলবিনিময় করেছেন নিজ দপ্তরের কর্মিদের সাথে।
কাল থেকে পুরোদমে কাজ শুরু হবে বলে জানান সচিবালয়ের কর্মকর্তারা ।