ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

গোপালগঞ্জে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল (ভিডিও)

প্রকাশিত : ০১:২৯ পিএম, ২ ডিসেম্বর ২০১৮ রবিবার

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। এবার অপেক্ষা গণসংযোগ শুরুর। জেলার তিনটি আসনে মোট ১৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এদিকে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের ইচ্ছা-ই জানিয়েছেন ভোটাররা।

মধুমতি নদী তীরের কৃষি প্রধান জেলা গোপালগঞ্জ। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মভূমি। আওয়ামী লীগের দূর্গ খ্যাত জেলার তিনটি আসনই বরাবর নৌকার দখলে।

টুঙ্গিপাড়া আর কোটালীপাড়া নিয়ে গোপালগঞ্জ-৩ আসন থেকে সপ্তম বারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আসনে বিএনপি, ইসলামী আন্দোলন, স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থীরা মনোনয়ন জমা দিলেও বিপুল ভোটে জয়ের প্রত্যাশা আওয়ামী লীগের।

গোপালগঞ্জ-১ আসনে অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান পঞ্চম বারের মতো আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। তবে, নির্বাচন সুষ্ঠু হলে প্রতিদ্বন্দ্বিতার আশা করছে বিএনপি।

গোপালগঞ্জ-২ আসনে অষ্টম বারের মতো নির্বাচন করবেন আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এ আসনে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির প্রার্থীরা মনোনয়পত্র জমা দিয়েছে।

এদিকে, ভোটাররা বরাবরের মতই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিতে প্রস্তুত।