চট্টগ্রামে যে সব আলোচিত প্রার্থীর মনোনয়ন বাতিল
প্রকাশিত : ১১:৫৪ পিএম, ২ ডিসেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ১১:৫৬ পিএম, ২ ডিসেম্বর ২০১৮ রবিবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে চট্টগ্রামে বিএনপি ও ঐক্যফ্রন্টের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। রোববার ইসি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলের ওপর শুনানি হবে ৬,৭ ও ৮ ডিসেম্বর।
এ বিষয়ে নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান জানান, নির্বাচন কমিশন যদি আপিল বাতিল করে তবে সেই প্রার্থী আদালতেও যেতে পারবেন।
চট্টগ্রামে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন :
(চট্টগ্রাম-১) মীরসরাই আসনে বিএনপির শাহিদুল ইসলাম চৌধুরী, দুই স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ও মোশাররফ হোসেন।
(চট্টগ্রাম-২) ফটিকছড়ি আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দীন কাদের চৌধুরী ও জাকের পার্টির আবদুল হাই।
(চট্টগ্রাম-৩) সন্দ্বীপ আসনে বিএনপির প্রার্থী সাবেক সাংসদ মোস্তাফা কামাল পাশা ও জাসদ (ইনু) আবুল কাশেম।
চট্টগ্রাম-৪ বিএনপির আসলাম চৌধুরী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাকের ভুঁইয়া।
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছির উদ্দিন ও তাঁর ছেলে মীর মো. হেলাল উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
(চট্টগ্রাম-৬) রাউজান আসনে বিএনপির সামির কাদের চৌধুরী।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য মোরশেদ খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
(চট্টগ্রাম-১৩) পটিয়া আসনে এলডিপির প্রার্থী কেন্দ্রীয় এলডিপির শিল্প-বাণিজ্য সম্পাদক এম ইয়াকুব আলী ও স্বতন্ত্র প্রার্থী আবু তালেব বেলালী। (চট্টগ্রাম-৭) রাঙ্গুনিয়া আসেন বিএনপির তিন প্রার্থী গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, আবু আহমেদ হাসনাত ও আবদুল আলীম।
(চট্টগ্রাম-১৫) সাতকানিয়া-লোহাগড়া আসনে স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ জেলা জামায়াতের আমীর জাফর সাদেক ও স্বতন্ত্র প্রার্থী আবদুর জব্বার।
(চট্টগ্রাম-১৩) আনোয়ারা-কর্ণফুলী আসনে স্বতন্ত্র প্রার্থী কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ জামাল আহমদ, বিএনএফ প্রার্থী নারায়ন রক্ষিত ও গণফোরামের উজ্জল ভৌমিক।
(চট্টগ্রাম-১৪) চন্দনাইশ আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী মোহাম্মদ আলী ফারুকী, স্বতন্ত্র মনিরুল ইসলাম, মো. শাহজাহান ও জসিম উদ্দীন।
কেআই/ এসএইচ/