ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

খেলায় জোর দাও: সচীন

প্রকাশিত : ১০:৩৮ এএম, ৩ ডিসেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ১০:৪৫ এএম, ৩ ডিসেম্বর ২০১৮ সোমবার

ভারতের মানুষ খেলাধুলা ভালবাসেন। তবে এই খেলাধুলাকে জীবনযাত্রার সঙ্গে আরও জড়িয়ে নিতে হবে বলে মনে করেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সচীন তেন্ডুলকার।

সম্প্রতি মুম্বাইয়ে একটি স্কুলের অনুষ্ঠানে সৌরচালিত ফ্লাড-লাইট উদ্বোধন করার সময় তিনি খেলাধুলার প্রতি এই গুরুত্ব তুলে ধরেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ‘আমি একটা কথা তোমাদের বলতে চাই।  আমি সব সময়ই এই কথাগুলো বলে আসছি। আমি দেশের মানুষকে তরুণ এবং ফিট দেখতে চাই। গড় বয়সের নিরিখে আমাদের দেশকে কিন্তু তরুণই বলা যায় ‘।

সচীন বলেন, ‘তবে আমার কিন্তু মনে হয় না ফিটনেস বা স্বাস্থ্যের দিক থেকে আমাদের দেশ ওইভাবে এগিয়ে আছে।  যদি এগিয়ে থাকতাম, তা হলে ডায়বেটিস এ ভাবে দেখা যেত না। আমাদের দেশে ডায়বেটিসে আক্রান্ত মানুষদের সংখ্যা সবচেয়ে বেশি। অতিরিক্ত ওজনের সমস্যার দিক থেকে আমাদের দেশ বিশ্বে তিন নম্বরে। তাই আমাদের জীবনযাত্রা বদলাতে হবে।’

দেশের মানুষকে খেলাধুলায় আরো উৎসাহ দিতে বিভিন্ন সুযোগ-সুবিধার বাড়ানোর বিষয়েও কথা বলেন তিনি।  

তিনি বলেন, ‘আমরা খেলাধুলো ভালবাসি। তবে তার পাশাপাশি আমাদের খেলাধুলা করতেও হবে। তাই বাবা-মাকেও আমি বলব, সন্তানদেরকে আরো সময় দিন। খেলাধুলায় উৎসাহ দিন। তাতে সম্পর্কটাও আরো ভাল হবে। 

তথ্যসূত্র: আনন্দবাজার 

এমএইচ/