আজ ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন
প্রকাশিত : ০৮:২৬ এএম, ৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির ২০১৯ সালের কার্যকরী পরিষদের নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে আওয়ামীপন্থি শিক্ষকদের প্যানেল নীল দল এবং বিএনপি-জামায়াতপন্থি সাদা দল। নির্বাচনকে সামনে রেখে উভয় দলই শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়সহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন ও ডাকসু নির্বাচনের ব্যাপারে সোচ্চার হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
নির্বাচনটি বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী। নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ২ হাজার।
দুই প্যানেলে ১৫ জন করে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ৩০ জন। এর মধ্যে ১০ জন করে মোট ২০ জন সদস্য পদে এবং ৫ জন করে মোট ১০ জন কার্যকরী প্যানেলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এরই মধ্যে নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ সমর্থিত নীল দল ও বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল।
এসএ/