ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

চারণকবি বিজয় সরকারের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ০৮:৩৪ এএম, ৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:৫৫ পিএম, ৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতে পরলোকগমন করেন তিনি। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়।

বিজয় সরকার ১৩০৯ বঙ্গাব্দের ৭ ফাল্গুন নড়াইলের নিভৃতপল্লী ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী। বিজয় সরকারের দুই স্ত্রী বীণাপানি ও প্রমোদা অধিকারীর কেউই বেঁচে নেই। সন্তানদের মধ্যে কাজল অধিকারী ও বাদল অধিকারী এবং মেয়ে বুলবুলি অধিকারী ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করছেন। ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বিজয় সরকারের রচনা পাঠ্যতালিকাভুক্ত করেছে। রবীন্দ্রভারতী ও কল্যাণী বিশ্ববিদ্যালয় বিজয় সরকারের ওপর গবেষণার জন্য পিএইচডি ডিগ্রী প্রদান করেছে। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন তিনি।

প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীত ও অসাধারণ গায়কী ঢঙের জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন। বিজয় সরকার একাধারে গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। ১৮০০-র বেশি গান লিখেছেন এবং সুর ও সঙ্গীত করেছেন। তিনি গানের কথায়, সুরের মাঝে বেঁচে আছেন হাজারো মানুষের হৃদয়ে।

মৃত্যুবার্ষিকী  উপলক্ষে আজ ৪ ডিসেম্বর মঙ্গলবার ও ৫ ডিসেম্বর বুধবার দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ, বিজয়গীতি পরিবেশন, আলোচনা সভা, বিজয় সরকার স্বর্ণপদক প্রদান ও কবি গানের আসর।

এসএ/