ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

লটারিতে মূল্যবান পুরস্কারের নামে প্রতারণা

প্রকাশিত : ১১:৫৯ এএম, ৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:৩৪ পিএম, ৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

দেশের বিভিন্ন স্থানে টেলিফোনে কল করে লটারিতে গাড়ি বা মূল্যবান পুরস্কার জেতার খবর দিয়ে গ্রাহকদের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একাধিক চক্র। এই ধরনের লটারি জেতার মিথ্যা প্রলোভনে বিভ্রান্ত না হয়ে এ সব চক্রের হাত থেকে সাবধান থাকতে সতর্ক করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

গতকাল সোমবার বিটিসিএলের জনসংযোগ শাখার জেনারেল ম্যানেজার মীর মোহাম্মদ মোরশেদ এই তথ্য জানিয়েছেন।

বিটিসিএল কর্মকর্তারা বলেন, সম্প্রতি চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় বিটিসিএলের টেলিফোনে কল করে লটারিতে গাড়ি অথবা অন্য কোনও মূল্যবান পুরস্কার জিতেছেন বলে আমাদের গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে। এক বা একাধিক চক্র টাকা হাতিয়ে নেওয়ারও চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ফোনে কল করে বলে, আপনি বিটিসিএলের লটারিতে গাড়ি পুরস্কার পেয়েছেন। টাকা বিকাশের মাধ্যমে এই নম্বরে পাঠিয়ে দেন। এই ধরনের ফোন বহু গ্রাহককে করা হয়েছে। তার মধ্যে সচেতন দুই একজন গ্রাহক বিষয়টি নিয়ে বিটিসিএল অফিসে যোগযোগ করলে তারা বিষয়টি মিথ্যা বলে জানান। এরপর বিটিসিএল কর্তৃপক্ষ গ্রাহকদের এই ধরনের বিভান্তিকর প্রলোভন এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করছেন।

একে//