অযত্ন-অবহেলায় পড়ে আছে জামালপুরের শিশুপার্ক(ভিডিও)
প্রকাশিত : ০২:২৯ পিএম, ৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে আছে জামালপুরের একমাত্র পৌর শিশুপার্ক। প্রতিষ্ঠার পর থেকে সংস্কার কাজ না হওয়ায় অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে গোটা এলাকা। এ অবস্থায় সুস্থ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। পার্কটি আগের অবস্থায় ফেরাতে জনসচেতনতার পাশাপাশি কর্তৃপক্ষের সুনজর চায় এলাকাবাসী।
২০০৫ সালে শহরের প্রাণকেন্দ্র পাথালিয়ায় জেলা প্রশাসকের বরাদ্দ দেয়া প্রায় দেড় একর জমিতে নির্মাণ করা হয় শিশু পার্কটি। ১০টাকায় পার্কের রাইডস উপভোগ করত শিশুরা।
তবে নির্মাণের পর থেকে শিশু পার্কটির কোনো সংস্কার কাজই হয়নি। দীর্ঘদিনের অযতœ-অবহেলায় নষ্ট হয়েছে রাইডগুলো। এক পর্যায়ে ২০১৩ সালে পার্কটিকে পরিত্যাক্ত ঘোষণা করা হয়।
এখন এটি পোকামাকড় আর মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। শিশু বিনোদন তো নয়ই বরং পার্কে এসে মাদকাসক্ত হচ্ছে কিশোররা।
পার্কটি সংস্কার করে আবারো শিশুদের জন্য উন্মুক্ত করার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র।
শুধু আশ্বাস নয়, শিশুদের মানসিক বিকাশে দ্রুত এর বাস্তবায়ন দেখতে চায় জামালপুরবাসী।