বেনাপোলে হুন্ডির ১৬ লাখ টাকাসহ মামা-ভাগ্নে আটক
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে পৃথক পৃথক অভিযানে হুন্ডির ১৬ লাখ টাকাসহ সুজন (২২) ও সুরুজ মিয়া (২০) নামে মামা-ভাগ্নেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার সকালে বেনাপোল বাজারের নূর শপিং সেন্টারের সামনে থেকে হুন্ডির ১২ লাখসহ সুজনকে ও বেনাপোল চেকপোস্ট থেকে ৪ লাখসহ সুরুজকে আটক করা হয়।
আটক সুজন বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের কেরামত আলীর ছেলে ও সুরুজ মিয়া একই থানার সাদিপুর গ্রামের আবুল কাশেম এর ছেলে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
যশের ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, বেনাপোল সীমান্ত দিয়ে বিপুল পরিমান হুন্ডির টাকা ভারতে পাচার করার জন্য ২ পাচারকারী বেনাপোল বাজার ও চেকপোস্টে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করা হয় সুজন ও সুরুজকে। পরে সুজনের কাছ থেকে ৪ লাখ টাকা ও সুরুজ মিয়ার কাছ থেকে ১২ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকাসহ আটককৃতদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
কেআই/এসি