ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য নতুন বাস সংযোজন 

জবি সংবাদদাতা 

প্রকাশিত : ০৬:২২ পিএম, ৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলাচলের জন্য পরিবহন পুলে নতুন গাড়ি (মিনিবাস) সংযোজিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান নতুন গাড়িটি উদ্বোধন করেন এবং গাড়িটির চাবি পরিবহণ প্রশাসক আব্দুল্লাহ আল্-মাসুদ এর নিকট হস্তান্তর করেন।   

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান জানান, সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজ অর্থায়নে ৫টি দোতলা বাসের জন্য ছয় কোটি টাকা অনুমোদন হয়েছে।  

এছাড়া কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, বাসটির ক্রয় কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আব্দুল বাকী, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, টাটা কোম্পানি নির্মিত মার্কোপোলো মডেলের শীতাতাপ নিয়ন্ত্রীত এই গাড়িটি (মিনিবাস) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলাচলের জন্য ব্যবহৃত হবে।

কেআই/এসি