ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

নবাবগঞ্জে কৃষি ফসল উৎপাদন বৃদ্ধিতে বায়োচারবিষয়ক মতবিনিময়

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা 

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

দিনাজপুরের নবাবগঞ্জে কৃষি ফসল উৎপাদন বৃদ্ধিতে বায়োচারবিষয়ক মতবিনিমিয় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায়  দাউদপুর সিসিডিবি ও নিউটেশন কো অর্ডিনেটর পার্থ প্রতিম সেন এর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তরের হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।  

এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মো. আসাদুজ্জামান। বায়োচার প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কৃষ্ণ কুমার সিংহ, মিডিয়া কর্মী এম রুহুল আমিন প্রধান, হাফিজুর রহমান মিলন, মাহবুবুর রহমান,  মার্কেটিং ফেসিলেটর মনজুরুল ইসলাম, সিনিয়র কিচেন কাউন্সিলর শেফালি মার্ডি, স্টিফানে হেমরম, কৃষক জাহিদুল ইসলাম, এডওয়ার্ড সরেন আবদুর রহিম মিয়া প্রমুখ।

বায়োচার প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কৃষ্ণ কুমার সিংহ বলেন, কৃষি ফসল উৎপাদন বৃদ্ধিতে বায়োচার জমিতে প্রয়োগ লাভজনক। প্রতি শতকে ৬ কেজি বায়োচার প্রয়োগ করলে স্থায়ীভাবে জমির চাহিদা মিটবে। পরিবেশবান্ধব আখা চুলায় কাঠ, বনজ খড়ি জালানি হিসেবে রান্না করতে নারীরা যেমন স্বাচ্ছন্দ্যবোধ করবে ধুয়া থাকবে না মোট কথা পরিবেশবান্ধব চুলায় রান্নার ফলে সাশ্রয় হবে জালানি। এখান থেকেই পাওয়া যাবে বায়োচার। পরবর্তীতে গৃহিণীদের কাছ থেকে ক্রয় করে নেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বায়েচার ব্যবহার ও কৃষি ফসল উৎপাদনে ইউনিয়ন পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের মাঝে এর গুনাগুণ ও সফলতা তুলে ধরা হবে।

কেআই/ এসএইচ/