ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

বিসিএলের তৃতীয় রাউন্ড আজ শুরু

প্রকাশিত : ০৮:৪৬ এএম, ৫ ডিসেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৯:০৯ এএম, ৫ ডিসেম্বর ২০১৮ বুধবার

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে শনিবার। আজ থেকে শুরু হচ্ছে লিগের তৃতীয় রাউন্ডের খেলা। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক ই-মেইল বার্তায় বিসিএলের পঞ্চম রাউন্ডের সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে। পঞ্চম রাউন্ড মাঠে গড়ানোর কথা ছিল ১৭ ডিসেম্বর। কিন্তু নির্ধারিত তারিখে মাঠে গড়াচ্ছে না পঞ্চম রাউন্ডের খেলা। একদিন পিছিয়ে ম্যাচ দুটি ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আজ দিনের প্রথম খেলায় প্রাইম ব্যাংক সাউথ জোনের মুখোমুখি হবে ইসলামী ব্যাংক ইস্ট জোন। ম্যাচটি অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। আর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে বিসিবি নর্থের প্রতিপক্ষ ওয়ালটন সেন্ট্রাল জোন। লিগের দুই রাউন্ডের খেলা শেষে ১৩ দশমিক ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সেন্ট্রাল জোন। দুই ম্যাচে তাদের জয় একটিতে। বাকি একটি ম্যাচ ড্র করেছে দলটি। দুটি করে ড্র নিয়ে দুই ও তিন নম্বরে আছে যথাক্রমে নর্থ (৭.৯৯) ও ইস্ট জোন (৭.৯৪)। টেবিলের তলানিতে সাউথ জোন।
প্রথম দুই রাউন্ডে ভালোই দাপট দেখিয়েছে মধ্যাঞ্চল। তবে আজ থেকে শুরু হতে যাওয়া বিসিএলের (বাংলাদেশ ক্রিকেট লীগ) তৃতীয় রাউন্ডে তাদের সেই দাপট নাও দেখা যেতে পারে। কারণ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও এসিসি ইমার্জিং কাপে পাকিস্তানে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল খেলতে যাওয়ায় বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে ছাড়াই বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আজ পূর্বাঞ্চলের বিপক্ষে মাঠে নামতে হবে তাদের। চট্টগ্রামে উত্তরাঞ্চলের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল।
এসএ/