ঢাকা, শনিবার   ২২ জুন ২০২৪,   আষাঢ় ৮ ১৪৩১

ভারত ও শ্রীলংকায় প্রশিক্ষণ সফরে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ

প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৬:৫৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬ রবিবার

ভারত ও শ্রীলংকায় ২২ দিনের প্রশিক্ষণ সফরে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র অভিযান ও সমুদ্র জয়। রোববার সকালে চট্টগ্রাম নৌ জেটি থেকে আনুষ্ঠানিকভাবে জাহাজ দু’টিকে বিদায় জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারি নৌ প্রধান রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল, চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম আখতার হাবীবসহ উর্ধ্বতন কর্মকর্তারা। এই প্রশিক্ষণ নাবিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভারত ও শ্রীলংকার সাথে সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে বলে মনে করছেন নৌ কর্মকর্তারা। জাহাজ দু’টি ৯ অক্টোবর দেশে ফিরবে।