ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

পটুয়াখালিতে শাহী মসজিদ ঘিরে পর্যটন সম্ভাবনা(ভিডিও)

প্রকাশিত : ১২:২৬ পিএম, ৫ ডিসেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৪:০২ পিএম, ৫ ডিসেম্বর ২০১৮ বুধবার

পটুয়াখালীর প্রাচীন স্থাপনা শাহী মসজিদ দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। তবে রক্ষাণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ঐতিহাসিক এ স্থাপনাটি জরাজীর্ণ হয়ে পড়েছে। সাড়ে চারশ’ বছরের পুরোনো শাহী মসজিদটি সংস্কারের পাশাপাশি সংরক্ষণ করা হলে পর্যটন সম্ভাবনা বাড়বে বলে মনে করেন এলাকাবাসী।

উপকূলীয় জেলা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা সদর থেকে ১০ থেকে ১২ কিলোমিটার দক্ষিণে মজিদ বাড়িয়া গ্রামের শাহী মসজিদ।

সঠিক ইতিহাস জানা না থাকলেও স্থানীয়দের ধারনা ১৪৬৫ খ্রিস্টাব্দের কোনো এক সময়ে  রোকুনউদ্দিন বরবক শাহ এর আমলে খান অজিয়াল খাঁ মসজিদটি নির্মাণ করেন। প্রায় সাড়ে ৪শ বছরের প্রাচীন নির্মাণ শৌলি ও সুক্ষ কারুকাজে নির্মিত মসজিদটি এ অঞ্চলের মুসলিম ইতিহাস আর ঐতিহ্যের নিদর্শন। মসজিদটি দেখতে প্রতিদিনই দুর দুরান্ত আসেন বহু মানুষ। 

তবে দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় মসজিদের অনেক কারুকাজ নষ্ট হয়ে গেছে। খসে পড়েছে ইট সুড়কিও। সম্প্রতি সংস্কার হলেও বর্ষার সময় মসজিদের ছাদ চুয়ে পানি পড়ে।

মজিদবাড়িয়া শাহী মসজিদটি এ অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে।

শিগগিরি মসজিদটিসহ জেলার সকল প্রাচীন স্থাপনা সংরক্ষনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।