ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

সৌদি যুবরাজ ‘পাগল ও বিপজ্জনক: মার্কিন সিনেটর 

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ৫ ডিসেম্বর ২০১৮ বুধবার

সৌদি  ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে ‘পাগল ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম।  

সাউথ ক্যারোলিনার রিপাবলিকান দলীয় এই সিনেটর বলেছেন, যুবরাজ সালমান `একটি ধ্বংসাত্মক বল`, `পাগল`, এবং `বিপজ্জনক` লোক।

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান জিনা হ্যাসপেল মঙ্গলবার মার্কিন সিনেটে ব্রিফিং করেন। এই ব্রিফিং-এর পরেই সিনেটর লিন্ডসে গ্রাহাম ওই মন্তব্য করেন।

লিন্ডসে গ্রাহাম বলেন, আমার `দৃঢ় আত্মবিশ্বাস` ছিল যে, সাংবাদিক খাশোগিকে হত্যায় যুবরাজ সালমান জড়িত।

এদিকে, মার্কিন সিনেটররা মন্তব্য করেন, জামাল খাশোগিকে হত্যার ঘটনায় যুবরাজ সালমানের ভূমিকা ছিল। এ বিষয়ে তারা আগের চেয়ে অনেক বেশি নিশ্চিত।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে খুন করা হয়। যুবরাজ সালমানের নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সূত্র: বিবিসি

কেআই/এসি