ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

রামপাল বিদ্যুৎ প্রকল্পে জাতিসংঘের নেতৃত্বে সমীক্ষা শুরুর দাবী জানান সুলতানা কামাল

প্রকাশিত : ০৪:১১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার | আপডেট: ০৪:১১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার

রামপাল বিদ্যুৎ প্রকল্পের সরকারি পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন বাতিল করে অবিলম্বে জাতিসংঘের নেতৃত্বে নিরপেক্ষ বিজ্ঞান সম্মত সমীক্ষা শুরুর দাবী জানান সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহবায়ক সুলতানা কামাল। শনিবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আন্দোলনের এক সংবাদ সম্মেলনে সুন্দরবন থেকে সরকারি ও বেসরকারি সব প্রকল্প ও স্থাপনা অবিলম্বে বন্ধ, বাতিল ও অপসারণেরও দাবী জানান আন্দোলনের অন্যান্য পরিবেশ নেতারা। গত শতাব্দীর শুরুতেও এই ম্যানগ্রোভ বনটি ছিল ১৭ হাজার বর্গ কিলোমিটার আর তা গেল এক শতকে খুইয়েছে সাত হাজার বর্গ কিলোমিটার। যতটুকুন বেঁচে আছে, তার ষাট ভাগই দেশের মানচিত্রে, বাকিটা ভারতের। জাতিসংঘ আর ইউনেস্কোর বিচারে বিশ্বের ঐতিহ্যের অমূল্য এই সম্পদ সার্বিক জলবায়ু পরিবর্তনে এমনিতেই ঝুঁকির মুখে। তার ওপর চিংড়ী চাষ, পশু শিকার, গাছকাটা, প্রাণী বিলুপ্তি এমন হাজারো হুমকি এখন সুন্দরবনের নিত্যদিনের সঙ্গী। আছে অপরিকল্পিত নৌ-ব্যবস্থাপনা, বন দখলও। এমন চলতে থাকলে অচিরেই বিশ্ব সম্মান হারাবে সুন্দরবন আর দেশ হারাবে প্রাকৃতিক রক্ষ-কবচ, কিন্তু তাতে ভ্রক্ষেপ নাই সরকারের এমন অভিযোগ বিশেষজ্ঞদের। সুন্দরবনকে বাঁচাতে এখনই বনকে জঞ্জালমুক্ত করার দাবী জানান আন্দোলনের আহবায়ক। এমনকি, বন-নির্ভর জনগোষ্ঠির শিক্ষা ও ভিন্ন ধরনের পেশা নিশ্চিত করার দিকেও খেয়ালের পরামর্শ দেন তিনি।