আইনস্টাইনের ‘গড লেটার’ চিঠিতে কী আছে, জানেন?
প্রকাশিত : ১০:১৪ পিএম, ৫ ডিসেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ১০:৪৪ এএম, ৮ ডিসেম্বর ২০১৮ শনিবার
বিশ্বখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মৃত্যুর একবছর আগে অর্থাৎ ১৯৫৪ সালে লেখা একটি চিঠি যা গড লেটার হিসেবে পরিচিতি। এটি এখন বেশ আলোচনার তুঙ্গে।
আলোচিত এই চিঠিটি নিলামে ৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়। আশা করা হচ্ছিল, নিউইয়র্কে নিলামে এটি হয়তো দেড় মিলিয়ন ডলার পর্যন্ত দামে বিক্রি হতে পারে।
ধর্ম ও বিজ্ঞানের মধ্যকার বিতর্কের একটি গুরুত্বপূর্ণ বিবৃতি হিসেবেই এটিকে দেখা হচ্ছে ।
নোবেল বিজয়ী এ বিজ্ঞানী ৭৪ বছর বয়সে লেখা দেড়পাতার ওই চিঠিটি লিখেছিলেন, জার্মান দার্শনিক এরিক গুটকাইন্ডের কাছে। এ চিঠিতে মাতৃভাষা জার্মান ভাষাতেই তিনি ঈশ্বরে বিশ্বাসে বিষয়টি নিয়ে কথা বলেছেন।
চিঠিতে বিজ্ঞানী আইনস্টাইন লিখেছিলেন, ঈশ্বর শব্দটি আমার কাছে মানুষের দুর্বলতার একটি বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। কোনো ব্যাখ্যাই যে তার এ ধারণার পরিবর্তন করতে পারবে না সেটিও তিনি সেখানে পরিষ্কার করেই লিখে দিয়েছিলেন। নিজ সম্প্রদায় ইহুদিদের তিনি অন্য মানুষ থেকে আলাদা কিছু নয় বলেও তার মতামত দিয়েছেন সেখানে। (বিবিসি)
কেআই/এসি