ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষাকে আর্ন্তভুক্ত করার দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৩:৪৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬ সোমবার

বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে আর্ন্তভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে মানবাধিকার ফাউন্ডেশন। জাতীয় প্রেসক্লাবের সামনে  মানবন্ধনে মানবধিকার ফাউন্ডেসনের চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, বাংলা ভাষা আন্দোলন, সংগ্রাম, ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হওয়ার দাবী রাখে। দলমত নির্বিশেষে বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে আর্ন্তজাতিক অঙ্গনে জনমত গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। বাংলা ভাষা দেশের অফিস আদালত সহ সর্বস্তরে ব্যবহারেরও দাবী জানান তারা।