ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

হাছন রাজার মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ০৯:০৫ এএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

মরমি কবি ও বাউল সাধক হাছন রাজার ৯৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯২২ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর হাছন রাজা সুনামগঞ্জ শহরের সুরমা তীরে লক্ষ্মণশ্রী গ্রামে জন্মগ্রহণ করেন।

হাছন রাজা উত্তরাধিকার সূত্রে বিশাল ভূসম্পত্তির মালিক ছিলেন। হাছন রাজা মুখে গান রচনা করতেন। তার গানে তার চিন্তা-ভাবনার পরিচয় পাওয়া যায়। যদিও তার রচিত গানের সঠিক হিসাব এখনও পাওয়া যায়নি। তবে ‘হাছন উদাস’ গ্রন্থে তার ২০৬টি গান সংকলিত হয়েছে।
তার উল্লেখযোগ্য কিছু গান হলো- লোকে বলে, বলেরে, ঘরবাড়ি ভালা নায় আমার, মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়ারে, আঁখি মুঞ্জিয়া দেখ রূপরে, সোনা বন্ধে আমারে দেওয়ানা, কানাই তুমি খেইল খেলাও কেনে, একদিন তোর হইবে রে মরণ রে হাছন রাজা।

আজ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হবে।

তার গাওয়া কিছু গান :


এসএ/