ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

দুপুর পর্যন্ত ২৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন 

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৫১ পিএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাদের প্রার্থিতা বাতিল হয়েছিল তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন। দুপুর পর্যন্ত ২৫ জন তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন। দুপুর ১২টা পর্যন্ত ৫০ জনের প্রার্থিতা নিয়ে শুনানি হয়। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৫ জন।আর আপিলে বাতিল হয়েছে ২৫ জনের।  

বৃহস্পতিবার সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ শুনানি শুরু করে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানি করছেন। প্রতিটি আবেদনের আপিল শুনানি শেষে সঙ্গে সঙ্গেই রায় জানিয়ে দিচ্ছে কমিশন।

আপিলে যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন, গোলাম মওলা রনি (বিএনপি) পটুয়াখালী-৩; মেজর (অব.) আখতারুজ্জামান (বিএনপি) কিশোরগঞ্জ-৩; মোরশেদ উদ্দিন মিল্টন (বিএনপি) বগুড়া-৭; তমিজ উদ্দিন (বিএনপি) ঢাকা-২০; শফিকুল হক মনা (বিএনপি) খুলনা-৬; ফরিদুল কবির তালুকদার (বিএনপি) জামালপুর-৪; মো. আবদুল মজিদ ঝিনাইদহ-২ আসন; মোহাম্মদ শাহজাহান পটুয়াখালী-৩ আসন; জহিরুল ইসলাম মিন্টু মাদারীপুর-১ আসন; আবদুল কাইয়ুম চৌধুরী সিলেট-৩; খন্দকার আবু আশফাক ঢাকা-১ আসন; জয়পুরহাট-১-এর মো. ফজলুর রহমান; মানিকগঞ্জ-২ আসনে মো. আবিদুর রহমান খান; গাজীপুর-২ আসনে মো. জয়নাল আবেদিন; ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জেসমিন নূর বেবী,
রংপুর-৪ আসনে মোস্তফা সেলিম; হবিগঞ্জ-১ আসনের জোবায়ের আহমেদ, ময়মনসিংহ-৭ মো. জয়নাল আবেদিন; ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আবদুল্লাহ আল হেলাল; ময়মনসিংহ-২ আসনের মোহাম্মদ আবুবকর ছিদ্দিক; শেরপুর-২ আসনে এ কে এম মুখলেছুর রহমান; হবিগঞ্জ-৪ আসনের মৌলানা মুহাম্মদ ছোলাইমান খান রব্বানী; নাটোর-৪ আসনের মো. আলাউদ্দিন মৃধা; বরিশাল-২ আসনের মো. আনিচুজ্জামান।

মোট ৫৪৩ প্রার্থী নির্বাচ কমিশনে আপিল করেছেন। আজ থেকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি ও নিষ্পত্তি করা হচ্ছে। ধারাবাহিকভাবে এ কার্যক্রম শেষ হবে শনিবার।

এসি