ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

ভিকারুননিসা স্কুলের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

প্রকাশিত : ০৬:০১ পিএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৪২ পিএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় বিক্ষোভরত শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করেছে।

বৃহস্পতিবার বিকালে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ৬ দফা দাবি জানিয়ে আন্দোলন স্থগিতের এ ঘোষণা দেওয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা বিকাল শিক্ষক এবং গভর্নিং বডির সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন।

আন্দোলনকারী একজন শিক্ষার্থী জানায়, তাদের দাবি প্রায় সবগুলো মেনে নেওয়া হয়েছে। তবে তাদের ছয় দফার মধ্যে ১ ও ৫ দফা তদন্তের বিষয় স্কুল কর্তৃপক্ষের হাতে নেই। এগুলো মন্ত্রণালয় ও সরকারের ব্যাপার, তদন্তের ব্যাপার।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই আজ বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানটির বরখাস্ত শ্রেণি শিক্ষিকা হাসনা হেনাকে আত্মহত্যায় প্ররোচনা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

একে//