ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

নড়াইলে দুই কৃষককে গুলি করে হত্যা

প্রকাশিত : ০৯:৫২ পিএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে দুই কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নড়াগাতি থানার ওসি আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার উপজেলার নড়াগাতী থানার কান্দুরী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন-কান্দুরী গ্রামের সাদেক মোল্যার ছেলে ইমান আলী মোল্যা (৩৮) ও ফহম মোল্যার ছেলে রুকু মোল্যা (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ওই গ্রামটিতে দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য মো. অলিয়ার রহমান মোল্যা ও বর্তমান ইউপি সদস্য ইলিয়াছ মোল্যার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন সকালে অলিয়ার গ্রুপের সমর্থক ইমান আলী মোল্যা রুকু মোল্যাসহ ৭-৮ জন তাদের নিজস্ব জমিতে ধান কাটতে রুকুর বাড়ির পাশের একটি জমিতে যান। সেখানে ইলিয়াছ গ্রুপের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের অতর্কিত ঘিরে ফেলে এবং শর্টগান দিয়ে গুলি বর্ষণ করতে শুরু করে। এ সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে দুইজনের মৃত্য হয়।

একে//