ইউক্রেন-রাশিয়া উত্তেজনা
কৃষ্ণসাগরে মহড়া চালাচ্ছে মস্কো
প্রকাশিত : ০২:৩৯ পিএম, ৭ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ইউক্রেন ও পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মাঝেই কৃষ্ণসাগরে নৌ মহড়া চালাচ্ছে রাশিয়া। মহড়ায় রাশিয়া ভূমি থেকে আকাশে নিক্ষেপেযোগ্য ক্ষেপণাস্ত্রের মহড়াও চালাচ্ছে।
গত ২৫ নভেম্বর ক্রিমিয়ার কাছে আজোভ সাগরের কের্চ প্রণালী থেকে ইউক্রেনের তিনটি জাহাজ আটক করার পর রাশিয়ার সঙ্গে ইউক্রেন ও পশ্চিমা কয়েকটি দেশের উত্তেজনা তুঙ্গে ওঠে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে রাশিয়া কৃষ্ণসাগরে নৌ মহড়া শুরু করল। এ মহড়ায় রুশ সাবমেরিন রোসটোভ-অন-ডন বি-২৩৭ এবং স্টারি অস্কোল বি-২৬২ অংশ নিচ্ছে।
যুদ্ধ পরিস্থিতিতে কীভাবে দ্রুত সেনা মোতায়েন করা হবে মহড়ায় সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এছাড়া, রুশ যুদ্ধজাহাজকে এস্কর্ট করে নেয়া এবং সাগরে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করার বিষয়েও মহড়া চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। মহড়ায় কৃষ্ণসাগরের সাবমেরিন ইউনিট অংশ নিচ্ছে এবং গভীর সাগরে যুদ্ধের অনুশীলন করছে। তবে এ মহড়া কবে শুরু হয়েছে এবং কবে শেষ হবে সে সম্পর্কে কিছু জানায় নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এসএ/