৩০০ আসনে বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের টিম পাঠাবে ছাত্রলীগ
প্রকাশিত : ১০:২৫ পিএম, ৭ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় গতিসঞ্চার করতে দেশের ৩০০ আসনে বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের টিম পাঠাবে আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ ৷ ঢাকার তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তিনটি প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতাকর্মীদের স্ব-স্ব অঞ্চল অনুযায়ী দেশের সব নির্বাচনী এলাকায় পাঠাবে সংগঠনটি।
নির্বাচন সামনে রেখে ছাত্রলীগের পরিকল্পনা ও কর্মসূচির বিষয়ে জানতে চাইলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এসব কথা জানান ৷ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একটি করে মোট তিনটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তিন প্রতিষ্ঠান- গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে একটি টিমকে কয়েক দিনের মধ্যেই দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় পাঠানো হবে বলে জানান তিনি ৷
শোভন জানান, ঢাকার তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ওই তিনটি কলেজের ছাত্রলীগ নেতাকর্মীদের যার যে নির্বাচনী এলাকায় বাড়ি, তাকে সেই এলাকায় পাঠানো হবে ৷ তারা নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এবং ভোট চাইবেন ৷ নারী শিক্ষার্থীরা নারী ভোটারদের কাছে ভোট চাইবেন ৷ টিম গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে ৷
সাংগঠনিক কোন্দল মেটাতে ছাত্রলীগ তৎপর রয়েছে উল্লেখ করে রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, `এই সপ্তাহে আমরা বর্ধিত সভা করেছি ৷ সেখানে আমরা আমাদের সকল ইউনিট-প্রধানকে ডেকেছিলাম ৷ আমরা তাদের কাছ থেকে একটি করে কেন্দ্রভিত্তিক কমিটি নিয়েছি, তারা প্রত্যেক কেন্দ্রে কাজ করবে ৷ বিভিন্ন ইউনিটের কোন্দল মেটাতে ৮ বিভাগে ২ জন করে মোট ১৬ জনকে দায়িত্ব দিয়েছি ৷ তারা নির্বাচনের আগ পর্যন্ত ছাত্রলীগের সাংগঠনিক কোন্দল মেটানো, নৌকা প্রার্থীর বিরুদ্ধে কাজ করা নেতাকর্মীদের বিষয়টি দেখা ও সমাধান করা এবং নিষ্ক্রিয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে কাজ করবেন ৷`
এসি