ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

পরাজয় বুঝেই আগাম অজুহাত খুঁজছে বিএনপি: মেনন

প্রকাশিত : ১১:০৯ পিএম, ৭ ডিসেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:১১ পিএম, ৭ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝেই আগাম অজুহাত খুঁজছে বিএনপি।     

আজ বিকেলে রাজধানীর মতিঝিলস্থ ঢাকা জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওছারসহ সভাপতি নির্মল রঞ্জন গুহ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান টিটু, মতিঝিল থানা আওয়ামীলীগের সভাপতি বশিরুল আলম খান বাদল,সাধারণ সম্পাদক হাজী সাব্বির হোসেন প্রমুখ।  

রাশেদ খান মেনন বলেন, “বিএনপি ভেবেছিল ড. কামাল হোসেনদের পিঠে ভর দিলেই দেশের মানুষ তাদের দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, আগুন সন্ত্রাসসহ সকল নৈরাজ্যের অপরাজনীতির কথা ভুলে যাবে। কিন্তু তাদেরকে হতাশায় ডুবিয়ে দিয়ে দেশের মানুষ এখন শেখ হাসিনার উন্নয়নের কথা বলছে, নৌকার জয়ের কথা বলছে।  

আর যখনি তাদের বিস্ময়ের ঘোর কাটতে শুরু করেছে তখনি তারা নির্বাচন কমিশনকে দোষারোপ করে নির্বাচন বাতিলের পাঁয়তারা চালাচ্ছে। তিনি বলেন, বিএনপির কথা শুনে মনে হচ্ছে তাদেরকে ভোটে জিতিয়ে দেয়াটা যেন এখন আওয়ামী লীগের দায় পড়ে গেছে।  

এসি