ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

আজ সিটিকে থামাবে চেলসি?

প্রকাশিত : ০৯:৩৫ এএম, ৮ ডিসেম্বর ২০১৮ শনিবার

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ শনিবার যে কটি খেলা অনুষ্ঠিত হবে, তার মধ্যে সবার নজরে থাকবে চেলসি ও ম্যানচেস্টার সিটির লড়াই। এদিন চেলসি লিগের শীর্ষে থাকা সিটির রাশ টেনে ধরতে পারবে বলে আশা করছেন লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ।

বর্তমানে পয়েন্ট টেবিলে সিটির ঠিক পেছনেই আছে ক্লপের দল। ১৫ খেলায় ৪১ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে পেপ গার্দিওলার দল। সমান খেলায় দুই পয়েন্টে পিছিয়ে আছে লিভারপুল। আজ তারা বোর্নমাউথের মাঠে খেলতে যাবে। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৩৩। তারা অতিথি হবে লেস্টার সিটির।

তবে ক্লপ যাই আশা করেন না কেন চেলসির নিজের প্রয়োজনেই সিটিকে থামানো দরকার। কারণ কোচ মাউরিজিও সারির দল লিগের প্রথম ১২ খেলায় অপরাজিত থেকে সিটি ও লিভারপুলের সঙ্গে ভালোই পাল্লা দিচ্ছিল। গার্দিওলার দলের কাছে আজ হারলে সিটির সঙ্গে চেলসির ব্যবধান দাঁড়াবে ১৩ পয়েন্টের।

এদিকে, আজ সিটি খেলাটিতে জিতলে শিরোপা ধরে রাখার প্রয়াসে আরও এগিয়ে যাবে। তাছাড়া লিভারপুলের মতোই এখনও লিগে অপরাজিত থাকা সিটি জয়ের ক্ষুধা ধরে রাখতে পেরেছে।

একে//