নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন ১৩ই ডিসেম্বর
প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ৮ ডিসেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৭:৩৮ পিএম, ৮ ডিসেম্বর ২০১৮ শনিবার
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন-২০১৯ আগামী ১৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করবেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. বিজয় ভূষণ দাস।
আগামীকাল বঙ্গবন্ধু নীল দলের অভ্যন্তরীণ প্যানেল নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা জানা যাবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার।
তিনি আরও বলেন, দুই মেয়াদের দায়িত্বে থেকে আমরা মুলত শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে গিয়েছি।
শিক্ষার্থীদের শিক্ষাগত নানা রকম সুবিধার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছি তার ৮০ ভাগই বাস্তবায়ন করেছি।স্কলারশীপ সংক্রান্ত জটিলতা নিরসনে সফল হয়েছি, যার সুফল ভোগ করবে শিক্ষাথীরা। সেই সাথে প্রত্যাশা করছি পরবর্তীতে যারা দায়িত্বে আসবেন তারা এই ধারাবাহিকতা বজায় রাখবেন।
আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী বঙ্গবন্ধু-নীলদল ও বিএনপি পন্থী সাদা দল নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও প্রত্যাশা করেন তিনি।
নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় ১০ ডিসেম্বর (সোমবার) সকাল ১০.৩০ পর্যন্ত।
কেআই// আরকে