খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে মনোনয়ন বঞ্চিতদের হামলা-ভাংচুর
প্রকাশিত : ০৯:০০ পিএম, ৮ ডিসেম্বর ২০১৮ শনিবার
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে দলটির মনোনয়নবঞ্চিত নেতাদের সমর্থকরা। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে কার্যালয়ের কাঁচ ভাঙচুর করেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার পর এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খানসহ দলের জ্যেষ্ঠ নেতারা কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।
জানা গেছে, শেরপুর-২ আসনের মনোনয়নবঞ্চিত ফাহিম চৌধুরী, গোপালগঞ্জ-১ আসনের সেলিমুজ্জামান, চাঁদপুর-১ আসনের আ ন ম এহসানুল হক মিলনের সমর্থকেরা এ হামলা চালায়।
এর আগে শুক্রবার রাতেও মনোনয়নবঞ্চিতদের হট্টগোলে সরগরম হয়ে উঠে বিএনপি কার্যালয়। মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ করেন অনেকে।
এদিকে শনিবার সকালে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন মনোনয়নবঞ্চিত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের কর্মী সমর্থকরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে তারা কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
আরকে//