ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

পদ্মা সেতুর কাজে বাধা নেই, ৩০ ভাগ কাজ শেষ জানিছেন পরিবহন ও সেতুমন্ত্রী

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার | আপডেট: ০৩:৫৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার

পদ্মা সেতুর কাজে আর কোন বাধা নেই জানিছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন এ পর্যন্ত সেতু প্রকল্পের প্রায় ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। পদ্মা সেতু প্রকল্পে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছিতে সার্ভিস এরিয়ার সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরো বলেন, সেতু নির্মাণ কাজের পাশাপাশি নদীর দুই প্রান্তে মাওয়া থেকে পোস্তগোলা ও জাজিরা থেকে ভাঙ্গায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ৪ লেনে উন্নীত করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার থেকে সেতুর পঞ্চম পাইলিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে, এরইমধ্যে সেতুর ৪টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে।