সোনালীকা ট্রাক্টর এর সাফল্যের এক যুগ পালিত
প্রকাশিত : ১২:২১ পিএম, ৯ ডিসেম্বর ২০১৮ রবিবার
কৃষকের কৃষি যান্ত্রিকীকরণে সমাধান দিতে ২০০৭ সালের নভেম্বর মাসে যাত্রা শুরু করে এসিআই মটরস। ২০০৭ সালে সোনালীকা ট্রাক্টর দিয়ে যাত্রা শুরু করা এসিআই মটরস এখন দেশের শীর্ষ কৃষি যান্ত্রিকীকরণ প্রতিষ্ঠান।
বাংলাদেশে সোনালীকা ট্রাক্টর এর ১২ বছরে পদার্পণ উপলক্ষে গত বৃহস্পতিবার রাজশাহী বিজিবি ক্যাম্প ‘সীমান্ত সম্মেলন কেন্দ্রে’ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ছিল সোনালীকা ট্রাক্টর এর গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ, সোনালীকা ট্রাক্টর এর মাধ্যমে জীবন পরিবর্তনকারী গ্রাহকদের সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও অনুষ্ঠানস্থল থেকে প্রায় ২০ জন গ্রাহককে সোনালীকা ট্রাক্টর হস্থান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালীকা ট্রাক্টর এর ৪০০ জন গ্রাহক, শুভানুধ্যায়ী এবং এসিআই মটরস -এর উর্ধ্বতন কর্মকর্তারা।
একে//