ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

হাসপাতালের বিছানায় একাকীত্বে কাঙ্গালিনী সুফিয়া 

প্রকাশিত : ০৮:১১ পিএম, ৯ ডিসেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ১১:২৫ পিএম, ৯ ডিসেম্বর ২০১৮ রবিবার

যার কণ্ঠের গান মানুষের হৃদয়ের মর্ম বেদনা জাগ্রত করতো, যার গানের আকুতিতে ভরে থাকে শোষিত বঞ্চিত মানুষের কথা, সেই মরমী শিল্পী কাঙ্গালিনী সুফিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার পাশে নেই কেউ।       

চিকিৎসক জানিয়েছেন, সুফিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। কিন্তু উন্নত চিকিৎসার জন্য পরিবারের সেই সামর্থ্য নেই।    

গত সপ্তাহে অসুস্থাবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গুণী এই শিল্পীকে।

রোববার কাঙ্গালিনী সুফিয়ার মেয়ে পুষ্প জানান, হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে কাঙ্গালিনী সুফিয়াকে। তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

ডা. রিয়াজ উদ্দিনের তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসাধীন রয়েছেন।  

তার চিকিৎসার ব্যাপারে পুষ্প জানিয়েছেন, ‘আমার মা ভীষণ অসুস্থ। এ জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। ডাক্তাররা বলেছেন, তার অবস্থা খুব একটা ভালো নয়। এদিকে আমাদের আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয়। আমার নিজের টাকা দিয়ে আমার মাকে চিকিৎসা করাচ্ছি। ভালো চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমাদের নেই।’ 

উল্লেখ্য, কাঙ্গালিনী সুফিয়া হৃদরোগ ও কিডনী এবং মূত্রনালিতে সমস্যায় ভুগছেন।

প্রসঙ্গত, সুফিয়া গুরুতর অসুস্থ হওয়ার পর তার চিকিৎসা খরচ বহন করছেন তার মেয়ে পুষ্প। কিন্তু অসহায় এই শিল্পীর উন্নত চিকিৎসার জন্যে প্রয়োজন আর্থিক সামর্থ্য। কিন্তু এখনও পর্যন্ত তারা কোন প্রকার সহযোগিতার আশ্বাস পাননি। উল্লেখ্য, সুফিয়া অুসুস্থ শরীর নিয়ে কিছুদিন আগেও কুষ্টিয়ায় গান গেয়েছিলেন। সেখান থেকে আসার পর পরই তার শরীরের অবনতি ঘটে।  

কেআই/এসি