সুশাসন ও দূর্নীতির বিরুদ্ধে কথা বলতে আহ্বান ড. কামাল হোসেনের
প্রকাশিত : ০৪:০৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার | আপডেট: ০৪:০৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার
সুশাসন ও দূর্নীতির বিরুদ্ধে কথা বলতে দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানিয়েছেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
শনিবার সকালে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালায়ে বর্ধিত সভা উপলক্ষে আলোচনায় এ দাবি জানান তিনি। বলেন, সংবিধানে জনগনকে ক্ষমতার উৎস বলা হলেও সেই জনগন মূলত তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কালো টাকা, সাম্প্রদায়িকতা, অসুস্থ রাজনীতির কাছে গণফোরাম নির্বাচিত হতে পারছেনা বলে দাবী করেন ড. কামাল হোসেন।