ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮ সোমবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজ বাংলাদেশ সচিবালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ যোহর সচিবালয়ের জামে মসজিদে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মহানবীর (সা.) জীবন ও আদর্শের উপর আলোচনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব ও সিনিয়র পেশ ইমাম মুফতী মাওলানা মো. মিজানুর রহমান।

মিলাদ পরিচালনা করেন সচিবালয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. ওমর ফারুক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ।

তথ্যসূত্র: বাসস।

এসএইচ/